এক দুর্ধর্ষ সায়েন্টিস পৃথিবীতে এমন এক ক্যাপসুল আবিস্কার করে বসে যেটা খেলে মাত্র পাঁচ মিনিটের জন্য মানুষের শরীরে চলে আসতো এক ভয়ানক সুপার পাওয়ার। কেউ হয়ে যেত আগুনের দানব, কিংবা কারো বডি হয়ে যেত সম্পূর্ণ বুলেটপ্রুফ। কিন্তু কিভাবে এই পিল আবিস্কার হলো আর কিভাবেই বা পুরো দেশ এই ক্যাপ্সুলের জন্য নরক হয়ে গেলো, এসব প্রশ্নের উত্তর জানতে দেখে নাও ২০২০ সালে মুক্তি পাওয়া “ProjectPower” মুভির এক্সপ্লেনেশন। আজ আর কোন প্যাচাল নয়, চলো শুরু করি এই অস্থির মুভির এক্সপ্লেনেশন।